মুহা. সফিক খান //
পরিচিত মূখ আর অপরিচিত রূপ
সরল-সহজ মানুষগুলোকে ক্ষতবিক্ষত করে
রূপ দেখানো হিংস্র বহুরূপী মানুষের ভীরে
পথভ্রষ্ট করে নিংড়ে নিংড়ে খাচ্ছে।
জীবনে যা চাওয়ার ছিলো
তার থেকেও হয়তো অনেক বেশীই পেয়ে গেছি
কখনও ভাবতেই পারিনি
বহুরূপি মানুষেরও ভিন্ন কোন রূপ থাকে
লোভ-লালসা কিংবা প্রবণ অশ্লীলতাকেও
হার মানিয়ে ভীন্ন গ্রহের ভীন্ন এক প্রাণি
নেই মায়া, নেই ভালবাসা
নেই ধর্ম, নেই বর্ণ
স্বার্থই জীবন, স্বার্থই মরণ
পবিত্র সম্পর্কের মাঝেও
জন্ম দিয়েছে আজ অবিশ্বাস
কোন অশুভ চিন্তা-চেতনা আর
নোংড়া মানষিকতা
কারণে অকারণে মানুষের গায়ে
রং মাখানো স্বভাব
হতে পারে বিলীন
নিমিশেই ধূলিকণার মত
কোন এক ক্ষনে
ভেবনা তুমিও কোন মায়ের সন্তান
সেভাবেই বেরে ওঠা তোমার মর্যাদা-আত্মসম্মান
Leave a Reply