বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধাকারী অফিসার নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলার দুমকি থানার এএসআই মোঃ সোলাইমান ইসলাম। বিগত জুলাই (২০২০) মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের সাফল্যে তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বরিশাল রেঞ্জের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা সনদ ও ক্রেষ্ঠ তুলে দেন ডিআইজি বরিশাল রেঞ্জ মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) পিপিএম। এসময় পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান উপস্থিত ছিলেন।
পুরস্কার পেয়ে এএসআই সোলাইমান বলেন, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী নির্বাচিত হয়ে পুরস্কার নেয়ার অনুভূতিটাই আনন্দের। আমি পটুয়াখালী পুলিশ সুপার মোঃ মইনুল হাসান স্যার ও আমার থানার ওসি মোঃ মেহেদী হাসান স্যারের নির্দেশনা অনুযায়ী কাজ করে আজ শ্রেষ্ঠ মাদক উদ্ধাকারী অফিসার নির্বাচিত হয়েছি।
এদিকে, এএসআই সোলাইমানের এমন সাফল্যের জন্য দুমকি থানার ওসি মোঃ মেহেদী হাসানকে সর্বস্তরের মানুষ শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply