শাকিলআহমেদ //
পিরোজপুরের মঠবাড়িয়ায় এসডিসির অর্থায়নে ও হেলভাটাস বাংলাদেশের সহযোগীতায় রূপান্তরের বাস্তবায়নে নারীর রাজনৈতিক মতায়ন ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের পরিকল্পনা ও বাজেট বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষন আজ বুধবার শেষ হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার এ প্রশিণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক। এ সময় বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার আতাউর রহমান, রূপান্তরের জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল, পিরোজপুর সদর উপজেলা সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া, মঠবাড়িয়া উপজেলা সমন্বয়কারী কোহিনুর বেগম প্রমুখ। উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচিত ১৫ জন নারী ইউপি সদস্য প্রশিণে অংশ গ্রহণ করেন।
Leave a Reply