বাবুগঞ্জ প্রতিনিধি :
বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা স্যারের সার্বিক নির্দেশনায় বরিশালে কাঁচা চামড়া সংগ্রহ ও লবন দিয়ে সংরক্ষণ কার্যক্রম তদারকি করা হয়।
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অবিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’ বরিশাল সহকারী কমিশনার শাহ মো: শোয়াইব মিয়া।
অভিযানে বাবুগঞ্জ বাজার ও মীরগঞ্জ বাজারে পণ্যের মোড়কে এম আর পি না থাকায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০০০০ (দশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলার জন্য অনুরোধ করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বাবুগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শেখ মোঃ জাকির হোসাইন এবং বাবুগঞ্জ থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply