বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ ছেড়ে দিয়েছেন নিল ম্যাকেঞ্জি। দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়ার প্রসঙ্গ তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। টাইগারদের সঙ্গে কাজ করার মুহূর্তগুলো ভীষণ উপভোগ্য ছিল জানিয়ে বিদায়বেলায় বাংলাদেশকে নিজের দ্বিতীয় দল হিসেবেও উলেস্নখ করেছেন তিনি।
ম্যাকেঞ্জি বর্তমানে অবস্থান করছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। শুক্রবার সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে বিসিবির চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে চোখে পড়ার মতো উন্নতি করেছিলেন। টাইগারদের সঙ্গে সম্পর্কটাও দারুণ ছিল নেইল ম্যাকেঞ্জির। ম্যাকেঞ্জির অধীনে লিটন দাস, তামিম ইকবালসহ টাইগার ব্যাটসম্যানরা অনেক উন্নতি করেছেন। মূলত দৈনিক কাজ করার ভিত্তিতে ম্যাকেঞ্জিকে বেতন দেওয়া হতো। গত দুই বছরে তিনি দক্ষিণ আফ্রিকার এমজানজি সুপার লিগের একটি দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ম্যাকেঞ্জিকে নিয়ে অবশ্য টুকটাক গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। শ্রীলংকা সফরে যেতে রাজি নন বলে তার বিকল্প খোঁজার কাজও শুরু করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শুধু একটি সফরে যেতে অনীহা না কি বাংলাদেশ দলের সঙ্গেই আর থাকতে রাজি নন ম্যাকেঞ্জি, গণমাধ্যমের সঙ্গে আলাপে বৃহস্পতিবার সেটি নিশ্চিত করে বলতে পারেননি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এবার পদত্যাগের বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিলেন ম্যাকেঞ্জি নিজেই। শুক্রবার খুদেবার্তায় ম্যাকেঞ্জি বলেছেন, ‘আশা করছি, আপনারা সবাই ভালো আছেন। হঁ্যা, আমি পদত্যাগ করেছি। একমাত্র কারণ হলো, আমাকে লম্বা সময় ধরে পরিবারের বাইরে থাকতে হচ্ছিল। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি, সামনের ব্যস্ত সূচি ও সকল সংস্করণে কাজ করা- সবমিলিয়ে আমার পরিবারের জন্য এটা কঠিন হয়ে পড়ছিল। টাইগারদের অংশ হতে পারায় আমার ভালো লেগেছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য আমার হৃদয়ে সব সময় একটি কোমল জায়গা থাকবে এবং কাজ করতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
বিদায়বেলায় ম্যাকেঞ্জি যোগ করেছেন, ‘সত্যিই বাংলাদেশে আমার সময়টা খুব উপভোগ করেছি। বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করেছিল আমাকে। খেলোয়াড়রা আমাকে খুব দ্রম্নত তাদের অংশ বানিয়ে ফেলেছিল। বাংলাদেশ আমার দ্বিতীয় দল।’
অক্টোবরে শ্রীলংকা সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ রয়েছে বাংলাদেশের। যোগ হতে পারে টি২০ও। ওই সফরে ম্যাকেঞ্জিকে দলের সঙ্গে চাইছিল বিসিবি। কিন্তু ম্যাকেঞ্জি যেতে অসম্মতি জানান। শেষ পর্যন্ত পদত্যাগই করে ফেললেন।
২০১৮ সালে সাদা বলের ক্রিকেটের ব্যাটিং উপদেষ্টা হিসেবে ম্যাকেঞ্জিকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তার আন্তরিকতা আর সাফল্য দেখে টেস্ট ফরমেটেও যুক্ত করার প্রস্তাব দেয় বিসিবি। গত বছর ভারত সফরে টেস্ট দলের সঙ্গে ছিলেনও।
ম্যাকেঞ্জির সঙ্গে বোর্ডের চুক্তি ছিল ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত। প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতির কারণে অল্প সময়ে ক্রিকেটারদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তাই বিশ্বকাপের পর তার সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছিল বোর্ড।
লাল বলেও বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছেন ম্যাকেঞ্জি। গেল বছর ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে টাইগার ব্যাটসম্যানদের দীক্ষা দিয়েছিলেন তিনি। চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টেও যুক্ত ছিলেন। তাই আসন্ন শ্রীলংকা সফরের ক্যাম্পের জন্য বিসিবির পরিকল্পনায় ছিলেন ম্যাকেঞ্জি। কিন্তু মেয়াদের এক বছর বাকি থাকতেই বিদায় বলে দিয়েছেন তিনি
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ আর ৬৪টি ওয়ানডে খেলা ম্যাকেঞ্জি ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রোটিয়াদেরও। সেখান থেকেই বাংলাদেশের প্রস্তাব পেয়ে চলে এসেছিলেন। এবার চলে যাওয়ার সিদ্ধান্তও জানিয়ে দিলেন।
ম্যাকেঞ্জির বিদায়ের সম্ভাবনা দেখেই নতুন কোচ খুঁজতে শুরু করে দেয় বিসিবি। কয়েকজনের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে বলে জানান ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এর মধ্যে নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
Leave a Reply