সোহেল রানা //
বাকেরগঞ্জের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ফরিদুল ইসলাম মৃধা আহত হয়েছেন। এ ঘটনায় আব্দুর রহমান মৃধা বাদী হয় ৭জনকে বিবাদী করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের আব্দুর রহমান মৃধাদের সাথে একই এলাকার ফরিদ খানদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে শহিদ খান, রুবেল খান, কামরুল খান, তুহিন খান, রাজিব খান ও নজরুল ব্যাপারীরা ধারালো দা ও লাঠিসোটা নিয়ে ফরিদ মৃধা ও আব্দুর রহমান মৃধার ঘরে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়ে বসত ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে থাকার শোকেস আলমারি খাটসহ আসবাবপত্র ভাঙচুর করে।
হামলাকারীরা এসময় ঘরে রক্ষিত ফরিদুল মৃধার মাছ বিক্রয়ের ৪০ হাজার টাকা নিয়ে যায়। হামলার সময় ঘরের মহিলারা পিছনের দরজা খুলে জীবন এবং ইজ্জতের ভয়ে পার্শ্ববর্তী বাড়িতে পালিয়ে যায়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জানান, তদন্তে হামলার ঘটনা প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত দোষীদেরকে চিহৃিত করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো।
Leave a Reply