নজরুল ইসলাম মাহফুজ//
২০১৮-২০১৯ অর্থবছরে বরিশাল জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জের এসিল্যান্ড মো. তরিকুল ইসলাম। এর আাগের অর্থবছরও তাকে এ সম্মাননা দেয়া হয়। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা সৃষ্টি, ভূমি রাজস্ব আদায়ে সফলতাসহ বার্ষিক কর্মদক্ষতা বিবেচনায় তাকে এ স্বীকৃতি দেয় বরিশাল জেলা প্রশাসন। গত ২৫ আগস্ট জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসিল্যান্ড মো. তরিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক এসএম, অজিয়র রহমান। মাঠ পর্যায়ে ভূমি সেবা প্রদানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয় বলে জানান জেলা প্রশাসক। বরিশাল জেলা প্রশাসক এস এম, অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম। এসিল্যান্ড’কে অভিনন্দন জানিয়েছেন উপজেলার সর্বস্তরের জনগণ।
অপরদিকে, তরিকুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
AC Land Bakerganj Barishal
পরপর দুই বছর বরিশাল জেলায় শ্রেষ্ঠ এসি ল্যান্ড হিসাবে নির্বাচিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা মান্যবর জেলা প্রশাসক, বরিশাল জনাব এস, এম, অজিয়র রহমান স্যার কে। ধন্যবাদ দিতে চাই অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শহীদুল ইসলাম স্যার সহ সকল এডিসি স্যারদের। বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধাভাজন ইউএনও, বাকেরগঞ্জ জনাব মাধবী রায় স্যারকে।ধন্যবাদ জেলা প্রশাসনের সকল জুনিয়র সহকর্মীদের। এ জেলায় আমার ব্যাচমেটসহ অন্যান্য এসি ল্যান্ডদের প্রতি অশেষ ভালবাসা।
আর যে সকল কাজের জন্য২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ অর্থবছরে শ্রেষ্ঠ বলা হচ্ছে তার মুল অংশীদার হলো আমার সকল স্টাফ যারা উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে নিরলস কাজ করছেন।তাই তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।
Leave a Reply