লস্কর মোঃ আলমগীর হোসাইন//
বরিশালের উজিরপুরে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে উজিরপুর থানা পুলিশ। আজ চার অক্টোবর উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামের সবুজ সিকদারের মেয়ে শিমুল খানম (১৭’র বিয়ের বেপারে ৯৯৯-র সংবাদের ভিত্তিতে জানতেপেয়ে উজিরপুর থানার অফিসার ইন চার্জ মোঃ জিয়াউল হাসান সংঙ্গিয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়।
গুঠিয়ায় ইউনিয়নে দায়ীত্ব রত এস আই মোঃ নিজাম উদ্দিন ও এ এস আই মোঃ নুরুল আমিন বিয়ের সাজানো গোছানো ফটক সহ সাজ গোজ ভেঙ্গে দেয়, তাৎক্ষণিক বিয়ের সকল আয়োন সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়।
Leave a Reply