।।সুশমিতা সরকার।।
প্রথম ধাপে পৌরসভা সাধারণ নির্বাচনে বাকেরগঞ্জ পৌরসভার দাখিলকৃত মনোনয়নের বৈধতা ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্টিং অফিসার। এদের মধ্যে বাকেরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নান্নু শরীফের মনোনয়নপত্র বৈধতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে? তাদের দাবি একজন তথ্য গোপনকারী ও ঋণ খেলাপী মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী কিভাবে মনোনয়ন বৈধতা পেলো। গোপন সূত্রে জানা যায়, সোনালী ব্যাংক, বরিশাল কর্পোরেট শাখার পক্ষে সহকারী মহাব্যবস্থাপক ২ কোটি ৬৭ লক্ষ টাকা ঋণ খোলাপির দায়ে ২০০৩ সালে মেসার্স শরীফ টেক্সটাইল মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ১। এস.এ ফারুক, পিতা: শরীফ আব্দুল লতিফ, ২। পরিচালক নাহার ফারুক, স্বামী: এস.এ ফারুক ও ৩। পরিচালক শরীফ আঃ লতিফ, পিতা: মৃত শরীফ এর বিরুদ্ধে মোকাম বরিশাল ১ম যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত টিএকস ০৫/২০০৩, বর্তমান অর্থ জারী মামলা নং-৩৩/২০০৪। আদালতের দায়েরকৃত রীট পিটিশন নং-৫১২৫/০৩ নং কেসের আদেশ বলে স্থগিত রাখা হয়। মহামান্য হাইকোর্ট আদালত ২৭ জানুয়ারি ২০১১ তারিখের বলে স্থগিত আদেশটি ভ্যাকেট করে ন্যায় বিচারের স্বার্থে মামলাটি পুনরায় চালুর আদেশ প্রদান করে। আরও জানা যায়, বিগত ১৯ নভেম্বর ২০১৭ তারিখে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আদেশ হলেও তারা হাজির না হওয়ায় অর্থ ঋণ আদালত ও যুগ্ম জেলা জজ ১ম আদালত বরিশালের বিচারক ২৬ নভেম্বর ২০২০ স্মারক নং-১১২.১১৩.১১৪ মাধ্যমে পুনরায় ওয়ারেন্ট ইস্যু করেন। ক্রেডিট ইনফরমেশন বুরে্যা (সিআইবি) রিপোর্টে নান্নু শরীফের ঋণ খেলাপির বিষয়টি কিভাবে ধামাচাপা পড়েছে সেটাও খতিয়ে দেখার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়ে তারা। আগামী ১০ ডিসেম্বর পরে প্রার্থীদের মার্কা দেওয়ার পূর্ব পর্যন্ত পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নান্নু শরীফের সমস্ত কাগজপত্র পুনরায় যাচাই-বাছাই করার জন্য জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, ২০১৫ সালে নান্নু শরীফ কাউন্সিলর নির্বাচত হওয়ার ২ মাস পরে একটি মাদক মামলায় ২ মাস জেল হাজত খাটে। মামলাটি এখনও চলমান।
Leave a Reply