।।সোহেল রানা।।
বাকেরগঞ্জে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় কলসকাঠী ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার কলসকাঠী ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের মৃত মোঃ কাছেম খানের পুত্র মোঃ নূর হোসেন খান বাদী হয়ে ১৩ ডিসেম্বর বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে চেয়ারম্যান মুন্নার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলা নং-সিআর-৪৫৮।মামলা সূত্রে জানা যায়, কলসকাঠী ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির লোক। তিনি ধরাকে সরা জ্ঞান মনে করেন। পূর্ব শত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যান মুন্না গত ২৯ নভেম্বর রবিবার রাত সাডে ১০টার সময় ৪-৫জন সন্ত্রাসী লোক নিয়ে কলসকাঠী ইউনিয়নের ক্ষুদ্রকাঠী ডাকুয়া বাড়ির সামনে বসে মামলার বাদি নুর হোসেন খানকে একা পেয়ে তার উপর অতর্কিত হামলা করে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাকে খুন করার উদ্দেশ্যে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। আহত নূর হোসেন খানের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাহার অবস্থার অবনতি হলে তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে বরিশালে নিয়ে গিয়ে সিটি স্কান করে উন্নত চিকিৎসা সেবা দেয়া হয়। আহত নুর হোসেন খান গত ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর চিকিৎসা সেবা গ্রহন করে এ মামলা দায়ের করেছেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য বরিশাল জেলা ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।মামলার বাদী নুর হোসেন খান জানান, তিনি মামলার বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রনালয়ে অভিযোগ আকারে জানানোর প্রস্তুতি নিয়েছেন। তিনি আরো জানান, মামলা দায়েরের পর ইউপি চেয়ারম্যান মুন্না তার বাড়ীতে বিভিন্ন সন্ত্রাসী লোকজন পাঠিয়ে মামলা তুলে নেয়ার জন্য তাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছে। তিনি নিরাপত্তাহীন ভুগছেন এবং পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তিনি এ বিষয়ে আইনানুগ সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply