সাংবাদিক খুনের চেষ্টার মধ্যদিয়ে বরিশাল নগরীর রূপাতলী এলাকার জয়নালবাহিনীর আত্মপ্রকাশ ঘটেছে। ওই বাহিনীর ত্রাসে কাঁপছে বরিশাল নগরী। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সৃষ্টি হয়েছে ভয়ার্ত পরিবেশ। অনেক আগে থেকে নানা অপকর্ম করে আসলেও গত ২ জানুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে শক্তিমত্তার আনুষ্ঠানিক জানান দেয় ভয়ঙ্কর ওই বাহিনী।
সূত্র অনুযায়ি, বিভিন্ন ধরণের অপকর্ম করে স্থানীয় বসতিদের মনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ভূমিদস্যুতা ও চাঁদাবাজীর পথ প্রশস্ত করা জয়নালবাহিনীর অন্যতম কৌশল। এই কৌশল বাস্তবায়ন করতে ২ জানুয়ারি সাংবাদিক খুনের চেষ্টার অবতারণা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, র্যাব – ৮ এর প্রধান কার্যালয়ের সন্নিকটে বরিশাল নগরীর কাঁঠালতলা এলাকার জয়নাল আবেদীন পেশাাদার সন্ত্রাসী। দেশের বাইরে থেকে নিজের প্রতিষ্ঠিত সন্ত্রাসীবাহিনী পরিচালনা করেন জয়নাল। মাঝে মাঝে এলাকায় এসে ত্রাস সৃষ্টি করে নিজের শক্তিমত্তার জানান দিয়ে আত্মগোপনের উদ্দেশ্যে চলে যান প্রবাসে। পরিস্থিতি স্বাভাবিক হলে চতুরকৌশলে আবার শুরু করা হয় ভূমিদস্যুতা ও চাঁদাবাজীর প্রসারিত পথচলা।
সূত্রমতে, পুরনো কৌশল অনুযায়ি জয়নালবাহিনীর প্রধান জয়নালের নেতৃত্বে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে পূর্বপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে টার্গেট করা হয় দৈনিক মতবাদ পত্রিকার সাংবাদিক সাইদুর রহমান সাঈদকে। গত ২ জানুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে রূপাতলী কাঁঠালতলা এলাকার গ্রীণ প্যালেসে বসবাসরত ইউনুস হাওলাদারের শিশুপুত্র এসান’কে ব্যবহার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, এসান‘কে গালাগাল করা হয়েছে- এমন আজগুবি অজুহাত তুলে সাংবাদিক সাঈদ এর ওপর নির্মম হামলা চালানো হয়। এ সময় সাঈদ তার ওষুধের দোকানে অবস্থান করছিলো। কিছু বুঝে ওঠার আগেই হিংস্র হায়েনার মতো হামলে পড়ে লাঠিসোটা দিয়ে নিষ্ঠুর নির্যাতন করে হত্যার প্রচেষ্টা করা হয়। এক পর্যায়ে সন্ত্রাসীদের নির্যাতনে সাংবাদিক সাঈদ মৃত্যুযন্ত্রনায় ছটফট করতে করতে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে সাংবাদিক সহকর্মিরা এবং পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় আশঙ্কাজনক সাঈদকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
উল্লেখ্য হামলাকালে সাংবাদিক সাঈদের সেতারা মেডিকেল হল নামের ওষুধের দোকান থেকে নগদ ৩৫ হাজার টাকা এবং বিকাশ এজেন্ট এর ২ লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারী জয়নালবাহিনীর সন্ত্রাসীরা।
এ ঘটনায় বরিশাল মিডিয়াপাড়া ছাড়াও জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবী জানিয়েছেন প্রায় সকল শ্রেণি-পেশার মানুষ।
Leave a Reply