।।জামাল মৃধা।।
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির হলরুমে নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিঃ অ্যাড. জি কে মোস্তাফিজুর রহমান ও তার ভাই সাবেক ছাত্রনেতা অ্যাড. কে এম মাহাবুবুর রহমান সেন্টু কে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অতিরিক্ত পিপি আ স ম মোস্তাফিজুর রহমান মনু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন পিপি অ্যাড. আঃ মান্নান রসুল। বেলা পৌনে দুইটায় এ প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাড. খান সাইফুল্লাহ পনির, ইঞ্জিঃ অ্যাড. জি কে মোস্তাফিজুর রহমান, সাবেক অতিরিক্ত পি পি অ্যাড. এম আলম খান কামাল, অ্যাড. মল্লিক মুহাঃ নাসির উদ্দিন কবির, জেলা বি এন পি আহবায়ক অ্যাড. সৈয়দ হোসেন , এপিপি অ্যাড. সঞ্জয় মিত্র, অ্যাড. মানিক আচার্য্য, অ্যাড. তরিকুল ইসলাম,অ্যাড. গোলাম সরোয়ার লিটন,অ্যাড আনিসুর রহমান খান। বক্তরা বলেন যে যে দল করিনা কেনো সেটা ব্যক্তিগত বিষয় আমরা সবাই আইনজীবী। আমরা এক ও অভিন্ন । ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির ইতিহাস ও ঐতিহ্য অটুট রাখা পাশাপাশি আইনজীবিদের সম্মান অক্ষুন্ন রেখে আইনজীবিদের যে কোন প্রাণের দাবির পাশে থাকার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। আইনজীবি সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি বিজ্ঞ পি পি অ্যাড. আঃ মান্নান রসুল বলেন রেজুলেশনের মাধ্যমে আইনজীবিদের স্বার্থ রক্ষা করা হবে। প্রাণনাশের হুমকি দাতাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবীকরেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুসিয়ারি দেন। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভার সমাপ্তি করা হয়।
Leave a Reply