মোঃ বশির আহাম্মেদ,বাকেরগঞ্জ সংবাদদাতা
বরিশালের বাকেরগঞ্জের বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি দের খামখেয়ালী পনা ও সেলফিতে অতিষ্ঠ হচ্ছেন রোগী ও তার স্বজনরা। সরেজমিনে দেখা যায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকের সামনে দলবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা । অসুস্থ ব্যক্তি
ডাক্তার দেখিয়ে বের হওয়া মাত্রই প্রেসক্রিপশন (ঔষধ পত্র) জোর করে ছিনিয়ে নিয়ে একের পর এক ছবি তুলে থাকেন ।
যার কারণে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে অসুস্থ রোগী ও তাদের স্বজনদের । কিছু কিছু সময় প্রতিনিধির কোম্পানির ঔষুধ না লেখায় রোগীদের ফার্মেসিতে নিয়ে নিম্নমানের ঔষুধ ধরিয়ে দেন।
বিশেষ করে ভিটামিন ঔষুধগুলো আকর্ষণীয় লোগো লাগিয়ে চরম নিম্নমানের ভিটামিন ক্যাপসুল গুলো চড়া মূল্যে বিক্রি করে রোগীদের সাথে চরম প্রতারণা করা হয় ৮০ থেকে ১০০ টাকার ভিটামিন ৪০০থেকে ৬০০টাকা পর্যন্ত বিক্রি করার অভিযোগ রয়েছে।
যাতে করে শারীরিক সুস্থতা পরিবর্তে অসুস্থ ও শারীরিক ক্ষতি হচ্ছে রোগীদের ।বিষয়টি নিয়ে বাকেরগঞ্জ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সজীবের কাছে জানতে চাওয়া হলে ,তারা জানান ছবি তোলা বন্ধ করার জন্য আমরা হসপিটাল ও প্রত্যেকটি ক্লিনিকে নোটিশ টানিয়েছি, কিছু কিছু কোম্পানির প্রতিনিধিরা কমিটির আদেশ কে উপেক্ষা করে ছবি তুলছে যেটা সম্পূর্ণ বেআইনি ।অচিরেই আমরা কঠিন পদক্ষেপ গ্রহণ করব।
বিষয়ে বরিশাল শেরই-বাংলা হসপিটালের সহকারি অধ্যাপক ডাঃ কামরুজ্জামান জানান রোগীদের হয়রানি করে কোন ছবি তোলা যাবে না ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ডাক্তার ভিজিটের জন্য নির্দিষ্ট টাইম রয়েছে এর বাইরে হসপিটাল অথবা ক্লিনিকে থাকতে পারবে না।
কেহ আদেশ অমান্য করলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোনায়েম হোসেন সাদ সংবাদ-মাধ্যমকে জানান একাধিক রোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্দিষ্ট টাইম ব্যতীত প্রতিনিধিদের প্রবেশ নিষেধ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে বাকেরগঞ্জের প্রাইভেট ক্লিনিক গুলতে অচিরেই আদেশ দেওয়া হবে। যাহারা আদেশ অমান্য করে ছবি তুলবে অথবা নিম্নমানের ঔষুধ সরবরাহ করবে তাদের প্রশাসনিক ভাবে আইনানুগ কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply