রুহানা আক্তার //
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৩নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় রঘুনাথপুর গ্রামের মোঃ শাহজাহান হাওলাদার এর পুকুরের কয়েক হাজার টাকা মুল্যের দেশীয় প্রজাতির মাছ জোড় করে ধরে নিয়ে গেছে প্রভাবশালীরা।অনুসন্ধান করে জানা গেছে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে একই গ্রামের ,মোঃ আব্দুল বারেক হাওলাদার,পিতাঃমৃত সৈয়দ আলী হাওলাদার ২৭ জানুয়ারী বুধবার শাহজাহানের বাড়িতে এসে অবৈধভাবে প্রবেশ করে কয়েকব্যাক্তি মিলে পুকুরের পানি সেচে তা থেকে হাজার হাজার টাকার মাছ লুট করে নিয়ে গেছে।অসহায় পরিবারটি তাদের ভয়ে সে সময়ে চুপ করে থাকলেও পরে সেদিন বিকেলে বাকেরগঞ্জ থানায় স্বশরীরে হাজির হয়ে প্রভাবশালী বারেক হাওলাদার সহ কয়েক জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে স্থানীয় বাকেরগঞ্জ থানার এস আই শফিকসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে তদন্তের জন্য আসে।পরে এ বিষয়ে উভয় পক্ষের বক্তব্য ও ঘটনার স্বাক্ষীদের নিয়ে আগামী ২৯ জানুয়ারী বাকেরগঞ্জ থানায় সবাইকে উপস্থিত থাকতে বলা হয় পুলিশের পক্ষ থেকে।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার এসআই শফিক সংবাদ কর্মীদের সাথে মুঠোফোনে কথা বলে জানান,অসহায় এক পরিবারের পকুরের মাছ ধরার বিষয়ে একটি অভিযোগ আমার কাছে তদন্তের জন্য এসেছে,আমি ২৯ জানুয়ারী অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যাক্তিদের থানায় স্বাক্ষী সমেত আসতে বলেছি,সবকিছু বিবেচনা করে এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।অসহায় পরিবারের প্রধান শাহজাহান হাওলাদার সংবাদ কর্মীদের বলেন,অভিযুক্ত ব্যাক্তিরা লক্ষ লক্ষ টাকার মালিক,এলাকায় প্রভাবশালী তারা নানা ভাবে আমার দায়েরকৃত অভিযোগটি বানচাল করার চেষ্টা চালিয়ে আসছে।এ ঘটনায় আমাার বাড়িতে পুলিশ তদন্তের জন্য এসে চলে যাবার পরে সে আমাকে হুমকি দিয়ে বলে যে,বাকেরগঞ্জ থানার ওসি,মেয়র বরিশালের ডিসি,এসপি আমার লোক,থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করে কোন লাভ হবে না।
Leave a Reply