।।মোঃ সাবাহ বিন আজম উৎস ।।
বাকেরগঞ্জের কালীগঞ্জ বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সোয়া ১ টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মুকুন্দ চক্রবর্তী জানান, রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডসূত্রপাত হয়েছে। ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে ৭ জন ফায়ার ব্রিগেড সদস্যের ঘণ্টাব্যাপী অভিযানের পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় লোকজন অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেড সদস্যদের সহায়তা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, উপজেলা যুবলীগনেতা হাবিবুর রহমান হাবিব, সাবেক ইউপি সদস্য মজিবুর রহমান মোল্লা, রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান মাহফুজ, ইউনিয়ন যুবলীগ নেতা পান্নু মৃধা প্রমুখ।
অপরদিকে, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply