।।ডেস্ক রিপোর্ট।।
গতকাল রাতে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। নতুন কমিটিতে মোঃ খাইরুল আলম শাহিনকে সভাপতি ও মোঃ ইমরান হাওলাদার কে সাধারন সম্পাদক করা হয়েছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার ও সাধারন সম্পাদক ওমর ফারুক ভূইয়া স্বাক্ষরিত এই কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটি প্রকাশ করায় মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৃণমূলের কর্মীরা উজ্জীবিত হয়ে তারা তাৎক্ষণাৎ আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নতুন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিগত কমিটির সভাপতি জহিরুল ইসলাম জুয়েল।
বাংলাদেশ ছাত্রলীগ মির্জাগঞ্জ উপজেলা শাখার মেয়াদ উত্তীর্ন হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, মির্জাগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়।
Leave a Reply