ভাঙচুরের পর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির দৃশ্য, দেখুন ছবিতে


Banglar Mukh প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন /
ভাঙচুরের পর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির দৃশ্য, দেখুন ছবিতে

শেখ হাসিনা অনলাইনে ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে ফেলে। আজ বৃহস্পতিবার সকালেও ভাঙচুর চালাচ্ছেন ছাত্র-জনতা ।

এদিন সকালে দেখা যায়, কেউ কেউ বাড়ির ভেতরে থাকা দরজা, জানালা, লিফট ইত্যাদি জিনিসপত্র খুলে নিচ্ছেন। বাড়িটির সামনে দাঁড়িয়ে স্লোগানও দিচ্ছেন অনেকে।

এদিন সকালে বাড়ির ভেতরে থাকা একটি নারিকেল গাছ এক্সকেভেটর দিয়ে ভাঙতে দেখা যায়।

ফেসবুকে ঘোষিত বুলডোজার কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে তারা বাড়িটিতে আগুন দেয়।

এর আগে ছাত্রলীগের নেতাকর্মীদের শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দিলে এর প্রতিবাদে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

রাত সাড়ে ১১টার দিকে প্রথমে ছাত্র- জনতা বাড়িটির ওপর তলায় এবং পরে নিচ তলায় আগুন দেয়। এসময় বাড়ির সামনে বুলডোজার ও ক্রেন দেখা যায়। পরে রাত পৌনে ১২টার দিকে বাড়িটি ভাঙা শুরু হয়।

ভাঙচুর-আগুনের পর এক্সকেভেটর দিয়ে ভাঙা হয় ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি।