মূল্যবান ধাতু কিংবা বিনিয়োগের খাত হিসেবে স্বর্ণ সব সময়ই তালিকার শুরুতেই থাকে। চাহিদার এমন দাপটে বছর জুড়েই স্বর্ণের বাজার ছিল চড়া। কখনো বেড়ে কখনো কমে। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ ১২ হাজার ৪৪১ টাকা। ডিসেম্বর শেষে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। আলোচ্য বছরে দেশের বাজারে সোনার দাম ৩৫ বার বাড়ানো হয়েছে।
দেশের বাজারে এই বছরের পুরো সময়টাই সোনার দাম ছিল লাখ টাকার ওপরে। যদিও দামি এই ধাতু সোয়া লাখের ঘর পাড়ি দিয়েছে দুই মাস আগেই। চলুন জেনে নেওয়া যাক কতখানি উঠেছে এই বছর স্বর্ণের দামের পারদ।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত ৬২ বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে দাম কমানো হয় ২৭ বার আর দাম বাড়ানো হয়েছে ৩৫ বার।
এ বছরের ১৯ জানুয়ারি থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয় ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। তাতে ভরিপ্রতি দাম ১ হাজার ৪০০ টাকা বেড়ে বছরের প্রথম রেকর্ড উচ্চতায় ওঠে। সেদিন থেকে হলমার্ক করা ২১ ক্যারেট সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা ভরি। ১৮ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ে। তাতে এই মানের সোনার নতুন দাম বেড়ে দাঁড়ায় ৯২ হাজার ২৯ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার দাম ৯৩৩ টাকা বেড়ে প্রতি ভরি দাঁড়ায় ৭৬ হাজার ৬৩২ টাকায়।
এ বছরের শেষ সোনার দাম বাড়ে ২৯ ডিসেম্বর। পর দিন ৩০ ডিসেম্বর সোমবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকায় বিক্রি হয়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩২ হাজার ১ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকায় বিক্রি হয়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ৯২ হাজার ৮৬৯ টাকায়।
হিসাব করে দেখা গেছে, শুধু গত এক বছরেই ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২৫ হাজার ৮৪৭ টাকা। গত ৩১ অক্টোবর দেশের বাজারে সোনার প্রতি ভরির সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। এরপরও কয়েক দফা দাম ওঠানামা করে।
অথচ বাংলাদেশ স্বাধীনের আগের বছর সোনার ভরি ছিল ১৫৪ টাকা। ১৯৭৩ সালে ছিল ৫০০ থেকে ৬০০ টাকা। ২০০০ সালে সোনার ভরি বেড়ে ৬ হাজার ৯০০ টাকায় দাঁড়ায়। ২০১০ সালে মূল্যবান এই ধাতুর দাম বেড়ে ভরি ৪২ হাজার ১৬৫ টাকা হয়। ২০২০ সালে সোনার ভরি ৬৯ হাজার ৮৬৭ টাকায় পৌঁছায়।
বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৩ সালে ২৯ বার সোনার দাম সমন্বয় করা হয়। এর মধ্যে দাম কমানো হয় ১১ বার, বাড়ানো হয় ১৮ বার। সর্বশেষ ২০২৩ সালের ২৪ ডিসেম্বর সোনার দাম বেড়ে ১ লাখ ১১ হাজার ৪১ টাকায় পৌঁছায়, যা ছিল ওই বছরের সর্বোচ্চ স্বর্ণের দাম।
আপনার মতামত লিখুন :