পল্টনে রান্নার সময় চুলার আগুনে দগ্ধ মা ও মেয়ে


Banglar Mukh প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন /
পল্টনে রান্নার সময় চুলার আগুনে দগ্ধ মা ও মেয়ে

রাজধানীর পল্টন কালভার্ট রোড একটি বাসায় রান্না করার সময়ে চুলার পরে গিয়ে আগুনে দগ্ধ । বাঁচাতে গিয়ে মেয়েও সামান্য দগ্ধ।

আহতরা হচ্ছেন, মা হোসনে আরা (৬৩) ও তার মেয়ে তাসলিমা সুলতানা (৩৪)।

সোমবার (২৪ মার্চ) দুপুরে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ণ ইনিস্টিউটে নেয়া হয়। এ-সব তথ্য জানিয়েছেন উদ্ধারকারী একই ভবনের জনৈক সালাউদ্দিন।

তিনি বলেন, হোসনে আরা শারীরিক ভাবে অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত।

সত্যতা নিশ্চিত করে বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দু’জন আমাদের এখানে এসেছে। এদের মধ্যে হোসনে আরা’র শরীরের ৮৮% শতাংশ ও তার মেয়ে তাসলিমা সুলতানার ২% শতাংশ দগ্ধ হয়েছে।
এদের মধ্যে হোসনে আরা’র অবস্থা আশংকাজনক।