গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ কামরুল হাসান সোহাগ সম্মানিত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ২:৪৮ পূর্বাহ্ন /
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ কামরুল হাসান সোহাগ সম্মানিত

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ পরিচালক জনাব কামরুল হাসান সোহাগ দাপ্তরিক সেবায় অসামান্য অবদান রাখায় সম্মানিত হয়েছেন।

সম্প্রতি গাজীপুরে কর্মরত পেশাজীবীদের সংগঠন গাজীপুর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করে।

কামরুল হাসান সোহাগ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও গ্রামীণ পরিকল্পনায় স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি রাজউকে সহকারী নগর পরিকল্পনাবিদ হিসেবে যোগদান করেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে রাজউকের বিভিন্ন জোনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সৎ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম সর্বজনবিদিত।

তাঁর লেখা প্রকৌশলবিষয়ক নিবন্ধ “Urbanization and Governance” এবং “Climate Change Mitigation” শীর্ষক গ্রন্থ দুটি বিশেষভাবে সমাদৃত হয়েছে। পেশার বাইরে তিনি একজন জনপ্রিয় কবি, উপন্যাসিক ও গীতিকবি হিসেবেও সুপরিচিত।

বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর শ্রমিক, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বাসস্থান পরিকল্পনা নিশ্চিত করতে সমন্বিত মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে কাজ করছেন। তাঁর এই উদ্যোগ নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।