গণতন্ত্র ও মানবাধিকারের দাবিতে লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুন ৪, ২০২৪, ৪:৫০ পূর্বাহ্ন /
গণতন্ত্র ও মানবাধিকারের দাবিতে লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন

বাংলাদেশের মানুষের স্বাধীনতা নেই এমন মন্তব্য করে গণতন্ত্র ও মানবাধিকার ফিরে না আসা পর্যন্ত বৃটেনের সাথে বাংলাদেশের অভিবাসন চুক্তি বাতিলের দাবিতে লন্ডনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে একটি মানবাধিকার সংগঠন । কর্মসূচীতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন বাংলাদেশ খেলাফত মজলিশ লন্ডন মহানগর শাখার নেতা মো: সাইফুল ইসলাম।

গত সোমবার (স্থানীয় সময়) দুপরে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্যোগে ঐতিহাসিক আলতাব আলী পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে, এবং সেক্রেটারী তাহমিদ হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল হামিদ শিমুল।

মানববন্ধনে প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি আশিকুর রহমান আশিক বলেন, বিগত ১৫ বছরের অধিক সময় ধরে বাংলাদেশে গনতন্ত্র নেই, নেই ভোটের অধিকার। বিরোধী মতের মানুষের উপর মিথ্যা মামলা-হামলা করে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। মতের বিরুদ্ধে কথা বললে গুম-খুন করা হয়। বিরোধী দলের নেতা কর্মীরা নিজের জীবন বাচাতে যুক্তরাজ্য সহ ইউরোপে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যের এক পর্যায়ে বাংলাদেশ খেলাফত মজলিশ লন্ডন মহানগরী শাখার নেতা মো :সাইফুল ইসলাম বৃটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশের গনতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে না আসলে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন আশ্রয় প্রার্থীরা ভীড় করবে।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অলি উল্লাহ নোমান, ছাতক উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম ন্যান্সি, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে-এনবিসি ইউকের উপদেষ্টা শামীমুল হক।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এনবিসি ইউকের সহ সভাপতি মোঃ আসয়াদুল হক, আলী হোসাইন, জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ খান, ইউকের সহকারী সেক্রেটারী রায়হান আহমদসহ আরও অনেকে।