দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবির দলীয় পদ স্থগিত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৪, ৬:১১ অপরাহ্ন /
দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবির দলীয় পদ স্থগিত

রাজধানীর হাতিরঝিলে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে বেসরকারি দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তানজিল হাসান তামিমকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রবিকে দেওয়া হয়েছে।

এদিকে সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, বিএনপি নেতা রবিউল আলম রবিকে দলীয় পদ স্থগিত করা হয়েছে

তিনি জানান, হত্যা মামলার আসামি হওয়ার কারণে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।

ডিএনসি সূত্র জানিয়েছে, ঘটনার দিন থেকে মামুন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন। আর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রবিকে দল থেকে শোকজ করে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি এর জবাবও দিয়েছেন। দলের পক্ষ থেকে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। তবে ঘটনার দিন থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

মঙ্গলবার দীপ্ত টিভির চিফ অপারেটিং অফিসার সুবর্না পারভীন স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে, ‘গত ১০ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে নিজ বাসায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে হাতিরঝিল থানায় ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এরইমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। তবে মূল অভিযুক্তরা এখনও গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে তামিমের পরিবার।’

‘এ অবস্থায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার সকাল সাড়ে দশটায় কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তামিমের সহকর্মীরা। বিগত দিনের মতো এ কর্মসূচি বাস্তবায়নে আপনাদের পাশে চায় দীপ্ত টিভি পরিবার।’