বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ হাজার কৃষক পেলেন সার-বীজ-আর্থিক সহায়তা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন /
বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ হাজার কৃষক পেলেন সার-বীজ-আর্থিক সহায়তা

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ৭ হাজার ৭৫৮ জন কৃষককে বিনামূল্যে সার-বীজ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রান্তিক কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় এক অনুষ্ঠানের আয়োজন করে তাদের এসব সহায়তা দেওয়া হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একরাম উদ্দিন।

বক্তব্যে উপ-পরিচালক একরাম উদ্দিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ফেনী সদর ও দাগনভূঞায় প্রণোদনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় কৃষকদের সার-বীজ ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে।

তিনি বলেন, এবার ২৩ হাজার কৃষককে শীতকালীন সবজি ও বিকাশের মাধ্যমে ১ হাজার টাকা প্রণোদনা, ৪৩ হাজার কৃষককে আট ধরনের হাইব্রিড সবজির বীজ, ২০ কেজি সার ও ১ হাজার টাকা আর্থিক প্রণোদনা দেওয়া হবে। রবি ফসলের আওতায় ১২ হাজার কৃষক সার-বীজ, ৬০ হাজার কৃষক বোরোতে সার-বীজ, বোরোতে ২০ হাজার কৃষক হাইব্রিড বীজ ও সার পাবেন। সবমিলিয়ে প্রায় ১ লাখ ৫৮ হাজার কৃষক পর্যায়ক্রমে এ সহায়তা পাবেন।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কৃষি বিভাগ সবসময় মাঠপর্যায়ে কৃষকদের পাশে আছে। প্রণোদনার উপকরণ যথাযথভাবে ব্যবহারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনছুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ।